ফের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার : ভোটের আগেই সরগরম

9th March 2021 3:19 pm বাঁকুড়া
ফের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার : ভোটের আগেই সরগরম


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কোতুলপুরে পড়ল পোষ্টার! এটিকে তৃণমূলের চক্রান্ত বলল বিজেপি! বাঁকুড়া জেলার কোতুলপুরের মনোনীত বিজেপি প্রার্থী হরকালী প্রতিহারকে এলাকার মানুষ চায়না। এমনই পোস্টের পড়ল কোতুলপুর বিধানসভা কেন্দ্রের এলাকায় এলাকায়। এই পোস্টারে সাফ উল্লেখিত আছে যে এলাকার মানুষ বিজেপি প্রার্থী হরকালী প্রতিহারকে চায়না কেরণ তিনি দুর্নীতিগ্রস্ত। এই পোস্টারে হরকালী প্রতিহারের বিরুদ্ধে আরো অভিযোগ আনা হয়েছে যে, তিনি সিপিএম থেকে প্রথমে তৃণমূলে এবং পরে তৃণমূল ট্যেকে বিজেপিতে যোগ দেন। আর যদি দিয়েই প্রার্থী? এটাকেই যেন মেনে নিতে পারছেন না কোতুলপুরের এলাকাবাসী। তার জেরেই পোস্টের দিয়ে এমন নীরব প্রতিবাদ। তবে এই প্রতিবাদ এরকম নিরবভাবে কতদিন থাকে সেখানেই রয়ে যাচ্ছে প্রশ্নচিহ্ন। আর বিজেপি প্রার্থীর পোষ্টার বিতর্ক ঘটনার প্রেক্ষিতে গেরুয়া কটাক্ষ করার সুযোগ যে একেবারেই ছেড়ে দিতে রাজি নয় তৃণমূল, তা এদিন কোতুলপুরের তৃণমূল প্রার্থী সংগীতা মালিকের বক্তব্যে স্পষ্ট হল। এই ঘটনার ড্যামেজ কন্ট্রোলে নেমে কোতুলপুরের বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার এটিকে তৃণমূলের চক্রান্ত বলে কটাক্ষ করেছেন ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।